• ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮

কানে ফিপ্রেসি পুরস্কার পেল যেসব চলচ্চিত্র

  • প্রকাশিত ২:২৬ পূর্বাহ্ন সোমবার, মে ৩০, ২০২২
কানে ফিপ্রেসি পুরস্কার পেল যেসব চলচ্চিত্র
ছবি- সংগ্ৰহিত
নিজস্ব প্রতিবেদক

শেষ হলো ১২ দিনের সিনেমাযজ্ঞ। ফ্রান্সের কান শহরের সমুদ্রপারে বসা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল।

বাংলাদেশ সময় শনিবার রাতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ৭৫তম কান উৎসব।

এবারের আসরে ফিপ্রেস পুরস্কার পেয়েছে- ইরানি পরিচালক সাইদ রুস্তাই-এর লেইলাস ব্রাদার্স, মরক্কোর পরিচালক মারিয়াম তুজানির দ্য ব্লু কাফতান, বেলজিয়ামের নির্মাতা ইমানুয়েল নিকো পরিচালিত লাভ অ্যাকোর্ডিং টু দালভা।

মূল প্রতিযোগিতা, আঁ সতেঁ রিগা ও প্যারালাল সেকশন (ডিরেক্টর্স ফোর্টনাইট ও ক্রিটিকস উইক) এই তিনটি শাখায় পুরস্কার দেয় ফিপ্রেসি।

এতে মূল প্রতিযোগিতা বিভাগে পেয়েছে লীলাস ব্রাদার্স, আঁ সতেঁ রিগা-তে দ্য ব্লু কাফতান এবং ক্রিটিকস উইক-এ পেয়েছে লাভ অ্যাকোর্ডিং টু ডালভা।

কানের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার পাম ডর পেয়েছে ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস। সিনেমাটি পরিচালনা করেছেন সুইডেনের রুবেন অস্টলুন্ড। এটি তার দ্বিতীয় পাম ডর।

সর্বশেষ