• ২০২৩ ডিসেম্বর ০৬, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০৬, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২

লঞ্চে আগুন, শেখ হাসিনা বার্নে মেডিকেল টিম গঠন

  • প্রকাশিত ১:২২ অপরাহ্ন শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে আগুন, শেখ হাসিনা বার্নে মেডিকেল টিম গঠন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান–১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক (ইনচার্জ) অধ্যাপক রায়হানা আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

এতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ চিকিৎসককে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসায় সেখানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়াদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে শেবাচিমের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়। 

যে পাঁচ চিকিৎসককে শেবাচিমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন–শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ও ডা. শাওন বিন রহমান। 

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ