রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।
আজ বুধবার (১৫ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে নিকুঞ্জ ১ নম্বর গেটের সামনে দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। এতে গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মোটরসাইকেল চালককে আটক করার চেষ্টা চলছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এদিকে নিহতের ভাই মোঃ মিজানুর রহমান জানান, তাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুল জব্বার মোল্লা।
বর্তমানে কুড়িল বিশ্বরোড শেওড়া বাজার এলাকায় থাকতেন অবিবাহিত হাবিবুর। এবং উত্তরায় ইসলামী ব্যাংকের অফিস সহকারী হিসেবে চাকুরি করতেন। মিজানুর আরো জানান, সকালে বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিল হাবিবুর। তখন নিকুঞ্জ এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানতে পেরেছেন।
মতামত দিন