• ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮

বিএনপি হলো ভুল ধরা পার্টি: তথ্য মন্ত্রী

  • প্রকাশিত ৮:২৮ পূর্বাহ্ন সোমবার, মার্চ ২১, ২০২২
বিএনপি হলো ভুল ধরা পার্টি: তথ্য মন্ত্রী
ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সরকারের ভুল ধরাই বিএনপির একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।

দেশের মানুষ ভালো নেই বলে বিএনপির নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বলেন, জাতিসংঘের সুখী মানুষের ইনডেক্সে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে যা প্রমাণ করে দেশের মানুষ ভালো আছে। সরকার দেশের ১ কোটি মানুষকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনায় দেশে কোনোকিছুর সংকট হয়নি সরকারের দূরদর্শীতায়। যেসব পণ্যের দাম বেড়েছে তা বিশ্বের সব দেশেই বেড়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিএনপির পাশাপাশি সিপিডিও শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্প্রতি সিপিডির প্রকাশিত প্রতিবেদন বাস্তবসম্ময় নয়। মন্ত্রী বলেন, সরকারের সমালোচনা হবে তবে তা হতে হবে বাস্তবসম্মত।

সর্বশেষ