• ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮

ইভ্যালির ৭ গাড়ির নিলাম শুরু হয়েছে

  • প্রকাশিত ৬:০০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২
ইভ্যালির ৭ গাড়ির নিলাম শুরু হয়েছে
ছবি-সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক

গাড়িগুলো কিনতে নিলাম কার্ড সংগ্রহকারীরা উপস্থিত হয়েছেন ধানমন্ডির ইভ্যালির প্রধান কার্যালয়ে। গত সপ্তাহে গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন হাইকোর্টের গঠিত পরিচালিত পর্ষদ।

ইভ্যালির বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ ওইদিন এই আদেশ দেন।

ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

সর্বশেষ