• ২০২৩ সেপ্টেম্বর ২৪, রবিবার, ১৪৩০ আশ্বিন ৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ সেপ্টেম্বর ২৪, রবিবার, ১৪৩০ আশ্বিন ৮

দুর্নীতি করতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে: ফখরুল

  • প্রকাশিত ৮:৪৭ অপরাহ্ন বুধবার, মার্চ ০১, ২০২৩
দুর্নীতি করতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে: ফখরুল
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে।

বুধবার বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গত রাতে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে যা কয়েক মাসের মধ্যে তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। এর পেছনের মূল কারণ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতির ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সরকারকে জনগণের পকেট থেকে টাকা নিতে হবে।’

বিএনপি নেতা আরও বলেন, সরকার দুর্নীতি ও জনগণের টাকা লুটপাটের কারণে ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়াচ্ছে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। ‘এ কারণেই সব পণ্য ও কারখানার পণ্যের উৎপাদন খরচ বাড়ছে। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাদের ওপর ব্যাপক চাপ পড়ছে।’

দলের সাবেক ও বর্তমান স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বরিশাল বিভাগের দলের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা।

গত ২৩ ফেব্রুয়ারি রংপুর বিভাগের দলের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানদের সঙ্গে প্রথম বৈঠক করে এমন আলোচনা শুরু করে বিএনপি।

বুধবার (১ মার্চ) থেকে মঙ্গলবার রাতে উভয় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানো হয়েছে। দুই মাসে টানা তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।


সর্বশেষ