যদিও এখনও রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে, দিনে বলতে গেলে পুরোদস্তুর গরম। এরমধ্যেই আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বজ্র-বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেই আকাশ মেঘলা রয়েছে। দিনাজপুরসহ কোন কোন অঞ্চলে সকালে দেখা গেছে ঘণকুয়াশাও। তবে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২১ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে বলেও জানান তরিফুল নেওয়াজ কবির।
মতামত দিন