• ২০২৩ ডিসেম্বর ০১, শুক্রবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৭
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০১, শুক্রবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৭

গুলশানের আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত ১:১৮ পূর্বাহ্ন সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩
গুলশানের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সচিব বলেন, আমি আশ্বস্ত করতে চাই, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে। আমরা আগুন নির্বাপণকেই প্রায়োরিটি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এখন তল্লাশি চালাবো। আমাদের সার্চ টিম কাজ করছে। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা চেক করাই এখন প্রধান কাজ। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন বলেন, প্রথমে পানির সোর্স ছিল না, আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি। রাস্তার পাশে যে ভবনগুলো আছে এগুলোর কাছাকাছি যেতে পারছিলাম না। 

তিনি জানান, ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও এক নবজাতক। তাদের ভবন থেকে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার পর ভবনের সপ্তম তলা থেকে চার জন লাফিয়ে পড়েন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।


সর্বশেষ