• ২০২৩ ডিসেম্বর ১১, সোমবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৬
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ১১, সোমবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৬

২০৪০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি: পরিকল্পনা মন্ত্রণালয়

  • প্রকাশিত ১০:৩১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩
২০৪০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি: পরিকল্পনা মন্ত্রণালয়
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল নথিতে বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে ১ ট্রিলিয়ন ডলার।  যদি বর্তমান ধারাবাহিক প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি অব্যাহত থাকে এবং প্রবৃদ্ধি আট শতাংশের বেশি হলে ২০৩০ সাল নাগাদ তা অর্জিত হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপস্থাপিত বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ চিত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।
নথিতে বলা হয়েছে, গত ছয় বছরে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক চার শতাংশ। এই প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে নেমে গেলেও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।
কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি আট থেকে ৯ শতাংশে বাড়লে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় থাকলে তা ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।
কানাডিয়ান অনলাইন প্রকাশনা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশের অর্থনীতির আকার ৪৬৫ বিলিয়ন ডলার।
গত বছর প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম।

সর্বশেষ