• ২০২৩ ডিসেম্বর ০৯, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০৯, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!

  • প্রকাশিত ১০:৪৮ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ০৬, ২০২২
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

'ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব'। ফুটবল বিশ্বকাপের মাঠে ভারতীয়রা না থাকলেও মঞ্চে আছেন ঠিকই। নোরা ফাতেহি এর সাম্প্রতিক উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।

ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসান আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ট্রফি উন্মোচন করার দায়িত্ব পেলেন এই বলিউড সুন্দরী ৷ 

বিষয়টি নিয়ে ফিফার তরফ থেকে কোনো বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসেনি। তবে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী এই খবরই সত্যি হতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। 

দীপিকাকে এর আগেও বিশ্বের অনেক সম্মানজনক আসরে দেখা গেছে। কান ফিল্ম ফেস্টিভ্য়ালে জুরি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সঙ্গেও এই অভিনেত্রী। তবে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মত আসরের মঞ্চে উঠবেন দীপিকা।

সর্বশেষ