• ২০২৩ সেপ্টেম্বর ২২, শুক্রবার, ১৪৩০ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ সেপ্টেম্বর ২২, শুক্রবার, ১৪৩০ আশ্বিন ৭

আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি

  • প্রকাশিত ১০:৩৩ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২
আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

কাতারে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২২ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। সরকারি ঘোষণা অনুসারে, আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি থাকবে।

খালিজ টাইমস সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে সৌদি আরবের ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি সৌদি আরবের সরকারি ও বেসরকারি এবং শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার সৌদি আরব এবারের বিশ্বকাপের ফেভারিট দল আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। এটিকে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটন হিসেবে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে জয়ের পর রাষ্ট্রীয় ছুটি ঘোষণার ঘটনা এই প্রথম নয়। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় লাভের পর ক্যামেরুনও পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।


সর্বশেষ