• ২০২৩ ডিসেম্বর ০৭, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০৭, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২

আজ শুধু ফেসবুকের স্মৃতিতেই আইয়ুব বাচ্চু

  • প্রকাশিত ১০:২০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২
আজ শুধু ফেসবুকের স্মৃতিতেই আইয়ুব বাচ্চু
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

এদেশের রক আইকন চলে গেছেন চার বছর হয়ে গেল। মঙ্গলবার (১৮ অক্টোবর) ছিল তার মৃত্যুবার্ষিকী। এত জনপ্রিয় একজন রক তারকার চলে যাওয়ার দিনটি স্বাভাবিকভাবেই একাধিক আয়োজন থাকাটা স্বাভাবিক। বিভিন্ন চ্যানেলের বড় কোনো আয়োজন, ব্যান্ডের সংগঠনের পক্ষ থেকে আইয়ুব বাচ্চুকে স্মরণ করা এসব যেন খুব সাধারণ চিত্র হওয়ার কথা ছিল।

কিন্তু এমনটা হয়নি। এদেশের ব্যান্ড সঙ্গীতে ইতিহাস যাকে বাদ দিলে চিন্তা করা যায় না, তার মৃত্যুবার্ষিকীর দিনটি অতিবাহিত হলো অনেকটা নিরবেই। কেউ যেন কিছু জানল না। তবে সেই জায়গা থেকে খানিকটা এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ এখানে কোনো আড়ম্বর কোনো আয়োজনের প্রয়োজন হয় না।

আজ সারাদিনের বিভিন্ন সময় কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তারকারা স্মৃতিচারণ করেছেন সেগুলো এই লেখায় তুলে ধরা হলো।

প্রিয় বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘হৃদয়ে আছিস, থাকবি আজীবন। ভালো থাকিস বন্ধু।’

সংগীত পরিচালক ও গায়ক নকিব খান আইয়ুব বাচ্চুকে নিয়ে লিখেছেন, ‘সময় কীভাবে চলে যায়! আমাদের প্রিয় বাচ্চু, তুমি সব সময় আমাদের হৃদয়ে থাকবে। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক, আমিন।’

গীতিকবি, সুরকার প্রিন্স মাহমুদ পুরোনো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হারায়ে বুঝেছি তুমি কী ছিলে আমার, কী ছিলে আমার তুমি বোঝানো না যায়। অক্টোবরের ১৮–কে দুঃস্বপ্ন মনে হয়। বুকে চাপ অনুভূত হয়। এই ছবির সবাই আছি, একজন নাই। সত্যিই চলে গেলেন ভাই? এত দূরে চলে গেলেন? এতই দূরে...’

ব্যান্ড তারকা মাকসুদ লিখেছেন, ‘ফটোগ্রাফস অ্যান্ড মেমোরিজ আর অল দ্যাট উই হ্যাভ। টিল উই মেট এবি।’

কনকচাঁপা লিখেছেন, ‘শোকবইয়ে লিখতে গিয়ে আমি শোক লিখতেই পারছিলাম না। শোকের বদলে উঠে এল গর্ব! এই সুরের এবং গিটারের জাদুকর যা সৃষ্টি করেছেন, তার একটি গানও মাটিতে পড়েনি, সোজা চলে গিয়েছে মানুষের হৃদয়ের ভেতর। সেসব গান এ দেশের যুবসমাজ নামতার মতো মুখস্থ গাইতে পারেন। তাঁর গান খাতায় লিখতে হয় না! এর চেয়ে বড় সফলতা আর আছে একজন শিল্পীর? আমার কাছে খুব বিস্ময় মনে হয় যে রক গানে তিনি কীভাবে রেশম কোমল মেলোডি ঢোকাতেন? তাঁর গান ফাইনালি কবিতা হয়ে যেত, কাজটি পাথরে ফুল ফোটানোর মতো কঠিন। কিন্তু সেই কঠিন কাজ যে সহজে করে ফেলেন, তাঁকে আমি শিল্পী বলি না, বলি সাধক। আর সাধকদের জন্য বুকের ভেতরে শোক আসে না, আসে গর্ব। আমাদের আইয়ুব বাচ্চু এ উপমহাদেশের শ্রেষ্ঠ গিটারবাদক, আইয়ুব বাচ্চু আমাদের, গর্ব তো করবই। ওপারেও শান্তিতে থাকবেন পাথরে ফুল ফোটানোর মালি।’

সঙ্গীতশিল্প শওকত আলী ইমনের টাইমলাইনে দেখা যায় আইয়ুব বাচ্চুর সঙ্গে একাধিক ছবি। সেগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‌‌‘আমরা যাদের ভালোবাসি তারা চলে যায় না, তারা প্রতিদিন আমাদের পাশে হাঁটছে। অদেখা, অশ্রুত, কিন্তু সব সময় কাছাকাছি। এখনো ভালোবাসি, এখনো মিস করি এবং খুব প্রিয়। আল্লাহ আপনাকে স্বর্গবাসী করুন। প্রিয় বাচ্চু ভাই, ছিলেন, আছেন, থাকবেন।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের পরিবারের একটি ছবি পোস্ট করে বড় একটি লেখা পোস্ট করেছেন আসিফ আকবর। তার কিছু অংশ হলো, ‘আমার ছেলে রণ তাঁর বিয়ের দু-তিন দিন আগে হঠাৎ করে বাচ্চু ভাইয়ের কথা মনে করিয়ে দিল। শেষ কয়েকটা বছরে আমরা হারিয়েছি অনেক লিজেন্ড। প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়ার পর হোটেল রাজমণি ঈশা খাঁতে একটা পার্টি থ্রো করেছিলাম। সেদিন বাচ্চু ভাই অন্তত দুই ঘণ্টা গিটার বাজিয়ে আমাকে স্নেহের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রেখেছিলেন। একটা সময় তাঁর সঙ্গে খুব পারিবারিক সখ্য হয়ে যায়। আম্মাকে খুব ভালোবাসতেন বাচ্চু ভাই, আমি না জানলেও তিনি কুমিল্লার বাসায় গিয়ে আম্মার সঙ্গে দেখা করতেন।’


সর্বশেষ