দু’দিনের বৃষ্টিতে ভেজা শহর তখন মোটে আড়মোড়া ভেঙে উঠছে। আকাশে মেঘের আধিপত্য তখনও। নাগরিক কার্ণিশে বসে কোনও পাখি যেন মনে করিয়ে দিচ্ছে, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’।
সোনার গাঁয়ে নয়, এমন শীতল সকালে না ফেরার দেশে চলে গেছেন এই গানেরই স্রষ্টা কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মারা গেছেন তিনি। বাংলা গানের ইতিহাসে গীতিকবি হিসেবে যার নামটি সবার আগে উচ্চারিত হয়, যার রচিত গানের মুগ্ধতায় ভেসেছে প্রজন্ম থেকে প্রজন্ম, সেই গানের গাজী চলে গেছেন।
দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এমন সকাল নিঃসন্দেহে অপ্রত্যাশিত, দুঃস্বপ্নের মতো। শরতের এই সিক্ত সকাল সবার মনেই দমকা হাওয়ার মতো শোকের থাবা বসিয়েছে। তাই বিষণ্ণ মনে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অনেক তারকা।
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’
ব্যবসায়ী ও নায়ক অনন্ত জলিল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।’
কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘বাংলা গানের কালপুরুষ গাজী মাজহারুল আনোয়ার আর আমাদের মাঝে নেই। এই কিংবদন্তির প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। স্রষ্টা যেন শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি দেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
একসময়ের জনপ্রিয় নায়ক কাজী মারুফ লিখেছেন, ‘গাজী মাজহারুল আনোয়ার সাহেব নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ফিল্ম জীবনের একজন অভিভাবক, আমার বাবা কাজী হায়াতের একজন ভাই ও বন্ধু নেই, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। দোয়া করবেন আপনারা সবাই।’
এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্যারের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
মতামত দিন