• ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬

৩ দিন ধরে বিএসএফের কাছে বাংলাদেশি যুবক

  • প্রকাশিত ৯:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০১, ২০২২
৩ দিন ধরে বিএসএফের কাছে বাংলাদেশি যুবক
সংগৃহীত
ময়মনসিংহ ব্যুরো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন দিন যাবৎ ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কাছে আটক রয়েছেন মো. শাহান মিয়া (৩৬) নামে এক বাংলাদেশি। শাহান মিয়া ওই উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে।

সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১১৬৩নং সীমান্ত পিলারে ভারতের অভ্যন্তরে তাকে পেয়ে ধরে নিয়ে যায়।

নিখোঁজের স্বজনরা জানান, গত সোমবার দুপুর দেড়টার দিকে মেনকীফান্দা গ্রামের কালাম নামের একজনের সঙ্গে চোরাই কাঠ কাটতে ভারতে যান মো. শাহান মিয়া। সেখানে সন্ধ্যার দিকে ৫ সদস্যের আরেকটি চোরাই টিম ভারতীয় কসমেটিক্স আনতে অনুপ্রবেশ করে। তাদের প্রলোভনে পড়ে মো. শাহান মিয়া ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে আটক হন।

ঘটনার পরদিন ভোরে ওই ৫ জন পালিয়ে চলে আসেন। কিন্তু আটকা পড়েন শাহান মিয়া। এ বিষয়টি স্থানীয় বিজিবি সদস্যদের জানানো হলে বুধবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান পরিবারের লোকজন।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ বারমারী বিওপির সুবেদার মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারি দলের মো. শাহান মিয়া অবৈধভাবে ভারতে যায়। সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি ভারতের রংরা থানা হেফোজতে রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন। আইনি কিছু প্রক্রিয়া শেষে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের হাতে হস্তান্তর করার কথা রয়েছে।

বিএসএফের আইনি প্রক্রিয়া চলমান আছে। তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় আমাদের যা করণীয় সেটাও চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ