সুইস ব্যাংকে টাকা সংক্রান্ত জমা দেয়া প্রতিবেদনে কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকার বিষয়ে কাল বিএফআইইউর হেড মাসুদ বিশ্বাসকে সকাল এগারটায় তলব করেছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ কারো প্রতিবেদনেই কতৃপক্ষের কোন স্বাক্ষর নেই। ফলে আদালত এসব প্রতিবেদন গ্রহণ করেনি।
আগামীকাল বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদক, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক কারো প্রতিবেদনেই সুইস রাস্ট্রদূত তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এমন কোন কথা বলা হয়নি।
দুদকের আইনজীবী জানান, এ ধরণের কোন তথ্য তারা জানেননা। শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন রাখেন, এগমন্ড চুক্তি অনুযায়ী তথ্য গোপন রাখরেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উপায় কি? রাস্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সাল থেকে তথ্য চাওয়া হলেও মাত্র একজনের তথ্য একবার দেয়া হয়। ফলে তথ্য না পেলে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা।
মতামত দিন