• ২০২৩ ডিসেম্বর ০৬, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০৬, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ২২

মারা গেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ‍্যায়

  • প্রকাশিত ৮:১৯ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ২৬, ২০২২
মারা গেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ‍্যায়
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

মারা গেছেন কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে চলতি বছরের জুন মাসে স্বামীহারা হন তিনি।

অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ছোটপর্দার জগতে নেমে এসেছে শোকের ছায়া। তিনি যুক্ত ছিলেন বেশকিছু সিরিয়ালের। ছোটপর্দার অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বহু বছর ধরে “তিথির অতিথি”, “গাঁটছড়া”-সহ একাধিক ধারাবাহিক নাটকে তাকে দেখা গিয়েছে। “চারমূর্তি” ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই।

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।”

অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, “ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!”

পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী বলেন, “দীর্ঘ দিন ধরে ছোটপর্দায় অভিনয় করে আসছেন অনন্যা দিদি। তার কথা কখনও ভুলা যাবে না। অত্যন্ত প্রতিভাবান এবং শক্তিশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার নাম সেভাবে প্রচারে আসেনি। কিন্তু তিনি একের পর এক ভালো কাজ করে গিয়েছেন।”


সর্বশেষ