গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।
‘সি’ ইউনিটে প্রায় ৩ হাজার ৭০টি আসন রয়েছে। এর বিপরীতে ৪২ হাজার ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৪ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। সারাদেশে ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।
মতামত দিন