সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের হাতে সয়াবিন তেল ও মসুরের ডাল তুলে দিতে চায় রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। এর অংশ হিসেবে ১ লাখ ২৫ হাজার টন তেল ও ৫ হাজার টন মসুর ডাল কিনবে সংস্থাটি।
এই ক্রয়ে ব্যয় হবে ২৭০ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সয়াবিন তেল আনতে খরচ হবে সোয়া দুই কোটি টাকা। বাকি ৫৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে মসুরের ডাল ক্রয়ে।
অর্থনৈতিকবিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বুধবারের বৈঠকে এ-সংক্রান্ত দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারেক।
সয়াবিন তেল কিনতে চারটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সুপার অয়েল লিমিটেডকে ৪০ লাখ টন তেল কেনার অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা।
বাকি ৮৫ লাখ টন তেল কিনবে তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে সানসিল ২০ লাখ টন, বসুন্ধরা ২৫ লাখ টন ও সিনহা এডিবল অয়েল লিমিটেড ৪৫ লাখ টন তেল কিনবে। এই পরিমাণ তেল কেনায় ব্যয় হবে ১৪৫ কোটি ৩৫ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘সরাসরি পদ্ধতিতে স্থানীয়ভাবে তেল কেনা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে যাতে দ্রুততম সময় তেল সরবরাহ করা যায়, সে জন্য সরাসরি পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়।’
বৈঠকে ৫ হাজার টন মসুর ডালের দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়। প্রতি কেজি ডালের দাম পড়বে ১১১ টাকা। এতে মোট খরচ হবে ৫৫ কোটি ৫০ লাখ টাকা।
‘নাভানা ফুড’ নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান এই ডাল সরবরাহ করবে।
মতামত দিন