• ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬

এক বিস্ফোরণে একে একে ৭ জনের মৃত্যু

  • প্রকাশিত ৮:৫২ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১০, ২০২২
এক বিস্ফোরণে একে একে ৭ জনের মৃত্যু
ছবি- সংগ্ৰহিত
নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হল। আহত একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শফিকুল ইসলাম (৩২) মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মারা যান। তার দেহের ৮০ শতাংশ পুড়েছিল।

শফিকুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ সর্বশেষ ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার দুপুরে উত্তরা কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে আটজন গুরুতর আহত হন।

শফিকুলের আগে যারা মারা গেছেন, তারা হলেন- আল আমিন (৩০), মাসুম আলী (৩৫), মিজানুর (৩৫), গাজী মাজহারুল ইসলাম (৪৭) আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০)।

বিস্ফোরণের পর তুরাগ থানার ওসি মেহেদী হাসান বলেন, ওই ভাঙারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে। আহত বেশিরভাগই সেই গ্যারেজে ছিলেন। ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল।

সর্বশেষ