পুঁজিবাজারে বিরাজমান ধারাবাহিক পতন রোধে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন মূল্য(ফ্লোর প্রাইস) বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। রোববার (৩১ জুলাই) থেকে তা কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবারসহ বিগত ৫ দিনের ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। রোববার থেকে এর ওপরে সিকিউরিটিজের দর স্বাভাবিক হারে ওঠানামা করতে পারবে। তবে, ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে।
এদিকে, নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।
কোন কোম্পানির ফ্লোর কত
বিএসইসির আদেশে জানানো হয়েছে, গত ৫ কর্মদিবসের ক্লোজিং প্রাইসের গড় হবে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস। আগামী কর্মদিবস থেকে রোববার থেকে কোনো শেয়ারের দর এর নিচে নামবে না।
প্রথম যখন ফ্লোর প্রাইস দেয়া হয়, তখন রাইট বা বোনাস শেয়ারের পরও দর সমন্বয় হতো না। পরে সেটি সংশোধন করে রাইট ও বোনাস শেয়ারের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়। তবে এবার ফ্লোর প্রাইস দেয়ার আদেশেই এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে। নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।