• ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ৩০, বৃহস্পতিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৬

শেলি-অ্যান ফ্রেসার ও জ্যামাইকার ইতিহাস

  • প্রকাশিত ৭:১৮ অপরাহ্ন সোমবার, Jul ১৮, ২০২২
শেলি-অ্যান ফ্রেসার ও জ্যামাইকার ইতিহাস
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক

পঞ্চমবারের মতো নারীদের ১০০ মিটার স্প্রিন্টের বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতলেন শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। কিংবদন্তির এ স্প্রিন্টার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন সোমবার।

শেলি-অ্যান ফ্রেসার দৌঁড় জেতেন ১০.৬৭ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন আরেক জ্যামাইকান শেরিকা জ্যাকসন। তিনি সময় নেন ১০.৭৩ সেকেন্ড। ব্রোঞ্জও গেছে জ্যামাইকার ঘরে। অলিম্পিক চ্যাম্পিয়ন ও আরেক স্প্রিন্ট গ্রেট এলেইন টমসন তৃতীয় হন ১০.৮১ সেকেন্ড টাইমিং করে।

এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের নারী ইভেন্টে এক দেশ সেরা তিন অবস্থান দখল করল। উসাইন বোল্ট, ইয়োহান ব্লেইক ও আসাফা পাওয়েলদের বিদায়ের পর ছেলেদের স্প্রিন্টে সাম্রাজ্য হারানো জ্যামাইকা নারীদের স্প্রিন্টে আধিপত্য ধরে রাখল সর্বকালের সেরা দুই স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেসার ও এলেইন টমসনের বদৌলতে। তাদের সঙ্গে এবারে যোগ দিলেন শেরিকা জ্যাকসন।

এর আগে ২০০৯, ১৩, ১৫ ও ১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন শেলি-অ্যান ফ্রেসার। সর্বকালের সেরা স্প্রিন্টার খ্যাতি পাওয়া ৩৫ বছর বয়সী এ স্প্রিন্টার যখন চার বছর আগে মা হন তখন তাকে অনেকেই বলেছেন যে ক্যারিয়ার শেষ।

তবে তিনি থেমে যাননি। বারবার ট্র্যাকে ফিরে দেখিয়েছেন কেন তিনি অনন্য ও সর্বকালের সেরা। স্বর্ণ জয় শেষে আবেগাপ্লুত শেলি-অ্যান ফ্রেসার বলেন, তার এ যাত্রাটা সহজ ছিল না ও তিনি এখানেই থামতে চান না।

শেলি-অ্যান বলেন, ‘দারুণ লাগছে। ১০০ মিটারে আমার পঞ্চম শিরোপা। ৩৫ বছর বয়সে অর্জন করলাম। হ্যাঁ আমার বয়স ৩৫। আমি অন্য নারীদের বলতে চাই যে তারা যখন খুশি শুরু করতে পারেন। সাফল্য আসবেই। ২০ বা ৩০ বছরেই শুরু করতে হবে তা নয়। যখনই আপনি শুরু করবেন সেটা হবে অর্থবহ।’

ব্যক্তিগত সাফল্যের সঙ্গে দলীয় সাফল্যও উদযাপন করছেন শেলি অ্যান। তার স্বদেশি দুই দৌঁড়বিদকে স্বাগত জানিয়ে বলেন, ‘সবার আগে দৌঁড় শেষ করতে পেরে আমি আনন্দিত। অন্য দুই জনও আমার পরপর শেষ করাতে বিষয়টা চমৎকার হয়েছে। আমরা ১-২-৩ উদযাপন করছি।’

সর্বশেষ