• ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮

উইম্বলডন থেকে সানিয়া মির্জার বিদায়

  • প্রকাশিত ৪:৩৪ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ০৭, ২০২২
উইম্বলডন থেকে সানিয়া মির্জার বিদায়
ছবি-সংগৃহীত
স্পোর্টস্ ডেস্ক

সেমিফাইনালে হেরে উইম্বলডনের আসর থেকে বিদায় নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়া ও তাঁর ক্রোয়েশিয়ান সঙ্গী মেট পাভিচ দারুণ লড়াই করেও পারেননি। মিশ্র দ্বৈতে দুই ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে ব্রিটেনের স্কুপস্কি ও যুক্তরাষ্ট্রের ক্রাউসিকের কাছে ৬-৪, ৫-৭, ৪-৬ হেরে যান সানিয়া ও পাভিচ জুটি।

৩৫ বছর বয়সী সানিয়া ভারতের সেরা নারী টেনিস খেলোয়াড়। তিনটি মিশ্র দ্বৈত ট্রফিসহ ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন।

সানিয়া ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনে মহেশ ভূপতির সাথে এবং ২০১৪ সালে ইউএস ওপেনে ব্রাজিলিয়ান ব্রুনো সোয়ারেসের সঙ্গে মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছিলেন।

মিশ্র দ্বৈতে এর আগে ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সানিয়া। তিনি ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এর আগেই ঘোষণা দিয়ে ছিলেন ২০২২ সালে ক্যারিয়ারে ইতি টানবেন তিনি।

সানিয়া ও মার্টিনা হিঙ্গিস জুটি বেঁধে ২০১৫ সালে নারীদের ডাবলসে শিরোপা জিতেছিলেন।

সর্বশেষ