• ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০২, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৮

ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমল স্বর্ণের দাম

  • প্রকাশিত ৭:৩৬ অপরাহ্ন বুধবার, Jul ০৬, ২০২২
ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমল স্বর্ণের দাম
ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৬ জুলাই) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৪৭৯ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, বুধবার (৬ জুলাই) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৭৯ হাজার ৫৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫৪ হাজার ২৩৭ টাকা বেচাকেনা হচ্ছে।

রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

সর্বশেষ